

ফ্যামিলি হেলথ কার্ড এর সুবিধা সমূহ :
১ . আমাদের সেবা কেন্দ্রে কার্ডধারী গ্রাহকগণ মেয়াদকালীন সময় পর্যন্ত সম্পূর্ণ ফ্রি – তে ডাক্তার দেখাইতে পারিবেন।
২. বিভিন্ন জটিল ও কঠিন রোগের জন্য বিশেষজ্ঞ গাইনী / মেডিসিন / বিভিন্ন সার্জন ডাক্তার দেখাইতে পারিবেন।
৩. বিশেষ প্রয়োজনে দেশের বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে আমাদের কেন্দ্রেই মাঝে – মাঝে সেবা নিতে পারিবেন ।
৪. সারা বছরে চিকিৎসা সেবা গ্রহণে ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা ফ্রি বাবদ ব্যায়কৃত মোট অর্থের উপর ৫% হারে অর্থ ফেরত বোনাস পয়েন্ট প্রদান করা হইবে ।
৫. আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রে স্বল্প নির্ধারিত মূল্যে সকল প্রকার প্রাথমিক সেবা প্রদান করা হইবে।
৬.প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের কেন্দ্রে বিশেষ প্রয়োজনে বিদেশি ঔষধ ক্রয় করিতে পারিবেন ।
৭. ফ্যামিলি হেলথ কার্ড ধারী সদস্যগণ সেবা কেন্দ্রে বছরে যতবার ইচ্ছা, প্রয়োজন মত ততবার সেবা গ্রহণ করিতে পারিবেন।
৮. এই সুবিধা একই পরিবারের সর্বোচ্চ পাঁচ জন সদস্য সেবা নিতে পারিবেন
৯ .আমাদের সেবা কেন্দ্রে বিভিন্ন সময়ে স্বাস্হ্য সেবা, সচেতনতা, সুরক্ষা, স্যানিটেশন ও আত্ম কর্মসংস্থান মুলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালা থাকিবে।
১০. গর্ভকালীন সময়ে নিয়মিত সকল প্রয়োজনীয় চেকআপ করানোর সু-ব্যবস্থা থাকিবে ।
১১. tele medicine platform – এর মাধ্যমে সরাসরি ভিডিও কল, ডিজিটাল ক্যামেরা ও প্রজেক্টরের সাহায্যে আমাদের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারগণের সহযোগিতায় সকল ধরনের জটিল ও কঠিন রোগের দেশের বিখ্যাত এবং বড় বড় সহকারী ডাক্তার, সহযোগী ডাক্তার ও অধ্যাপক গণের চিকিৎসা সেবা নিতে পারিবেন।
১২. আমাদের গ্লোরিয়াস ডিজিটাল হেলথ ইনোভেশন পি এল সি প্রতিষ্ঠানে আপনি আজীবন ১০০০০ ( দশ হাজার) টাকা পার্টনার শেয়ার কার্ড গ্রহণ করে সারাদেশের সুপরিচিত ও বিখ্যাত বড় বড় হাসপাতাল গুলিতে বিশেষ ছাড় – এ চিকিৎসা সেবা নিতে পারিবেন। তাছাড়া উক্ত টাকার উপর প্রতিবছর শেষে লভ্যাংশ পাইবেন।
“স্বল্প খরচে উন্নত ও আন্তরিক সেবা প্রদানই আমাদের অঙ্গীকার “