Smart Health Card

Smart Health Card Benefits


হাসপাতালে ভর্তি জনিত (IPD) স্বাস্থ্য সেবা সমূহ:
ক্যাশলেস হাসপাতালে সেবা: ক্যাশলেস সুবিধা প্রদান করা হয়, যেখানে পরবর্তীতে বিল প্রেরণ করতে হয়।
হাসপাতালে ভর্তি সুবিধা: বছরে ১৫,০০০-৬০,০০০ টাকা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান।
স্বাভাবিক মৃত্যু: ১৫,০০০-৮০,০০০ টাকা পর্যন্ত নমিনিকে প্রদান।
দূর্ঘটনার মৃত্যু: ৩০,০০০-১,৬০,০০০ টাকা পর্যন্ত নমিনিকে প্রদান।
অঙ্গহানীর ক্ষেত্রে: ১৫,০০০-৮০,০০০ টাকা পর্যন্ত সেবা প্রদান।
অনলাইন হাসপাতাল সেবা: ১৫০টি অনলাইন হাসপাতাল থেকে ২০-৫০% ছাড়ে সেবা।
গ্লোরিয়াস ডায়াগনস্টিক: গ্লোরিয়াস ডায়াগনস্টিক এন্ড হসপিটালের মাধ্যমে সেবা প্রদান।
জেলা-উপজেলা ভিত্তিক হাসপাতাল: জেলা ও উপজেলা হাসপাতাল তৈরি করে স্বাস্থ্য সেবা প্রদান।
বর্হিবিভাগ (OPD) স্বাস্থ্য সেবা সমূহ:
ডাক্তার দেখানো: বছরে একাধিকবার ডাক্তার দেখানোর সুবিধা।
প্যাথলজি টেস্ট: বছরে একাধিকবার প্যাথলজি টেস্ট করার সুযোগ।
ঔষধ ক্রয়: বছরে একাধিকবার ঔষধ ক্রয়ের সুবিধা।
ভিজিট বাবদ অর্থ: বছরে ১,০০০-২,০০০ টাকা পর্যন্ত প্রদান।
প্যাথলজি টেস্ট বাবদ অর্থ: ১,০০০-২,০০০ টাকা পর্যন্ত প্রদান।
মেডিসিন ক্রয় বাবদ অর্থ: ১,০০০-২,০০০ টাকা পর্যন্ত প্রদান।
কার্ড নবায়ন: আরেকটি কিস্তি দিয়ে কার্ডটি অটো চালু রাখা যাবে।

Scroll to Top